নওগাঁয় আদিবাসী শিক্ষার্থীদের পাশে পুলিশ সুপার

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৪

নওগাঁর মহাদেবপুর উপজেলার বড় মহেষপুর আদিবাসী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ কাজের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে টিন বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক নিজে বিদ্যালয়ে গিয়ে ৫ বান্ডিল টিন বিতরণ করেন।

এ সময় স্থানীয় এমপি ছলিম উদ্দিন তরফদার, স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারী, বেলা শেষে বৃদ্ধাশ্রমের পরিচালক তসলিমা ফেরদৌস ও স্থানীয় চেয়ারম্যান শিবনাথ মিশ্র।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, সরকার দল, মত নির্বিশেষে সর্বসাধারণের শিক্ষা বিস্তারে অনেক আন্তরিক। এরই ধারাবাহিকতায় এটি জেলা পুলিশের ক্ষুদ্র প্রয়াস মাত্র।

তিনি বলেন, এই স্কুলটি দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে পড়ে আছে। তাই সমাজের বিত্তবানরা একটু একটু করে এগিয়ে আসলে এই স্কুলটিই হতে পারে দেশের সেরা বিদ্যাপিঠ।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :