বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পের ৭৫% কাজ শেষ: তারানা

টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৯

বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পের কাজ পুরোদমে এগিয়ে চলেছে জানিয়ে ডাক তার ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, ইতিমধ্যে এই প্রকল্পের ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে।

শনিবার সকালে টাঙ্গাইলের ঘাটাইলে পাকুটিয়ার সৎসঙ্গ আশ্রমে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তারানা। শ্রীশ্রী অনুকুল চন্দ্র ঠাকুরের ১২৯তম জন্মতিথী উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পের ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। পরিকল্পনা মোতাবেক চলতি বছরের ডিসেম্বরে নির্ধারিত সময়ে এটি উৎক্ষেপণ করা হবে বলে আশা করি।’

অবৈধ ভিওআইপি ব্যবসা নিয়ে এক প্রশ্নের জবাবে তারানা বলেন, ‘অবৈধ ভিওআইপি ব্যবসা অনেক কমে এসেছে। এ ব্যবসা বন্ধে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বিটিআরসি।’

সৎসঙ্গ বাংলাদেশের সভাপতি কুঞ্জ বিহারী আদিত্যের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ পাট করপোরেশনের চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মো. জাকির হোসেন, সার্ক কালচার সোসাইটি ঢাকার কার্যকরী সভাপতি এ টি এম মমতাজুল করিম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস আকবর খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান প্রমুখ।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :