বইমেলায় নাজমুল হক ইমনের পাঁচটি বই

নিজস্ব প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৭

এবারের একুশে বইমেলায় নাজমুল হক ইমনের পাঁচটি নতুন বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে গ্রাফোসম্যান পাবলিকেশন (স্টল নং ৩৯৭, ৩৯৮) থেকে এসেছে তিনটি এবং আলোকবর্তিকা প্রকাশনী (স্টল নং ২২৮, পরিবেশক দোয়েল প্রকাশনী) থেকে এসেছে দুইটি নতুন বই।

শিশুদের জন্য তিনি লিখেছেন ‘ভূতের বাচ্চা পুটু’ ও ‘ঢিসিম’ এবং ‘সাহাবের গোয়েন্দা বাহিনী রিটার্নস’।

এছাড়া লেখকের উপন্যাস ‘অধ্যায় একাদশ’ ও ‘তুলিকা’ নামের একটি কবিতার বই প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়।

‘ভূতের বাচ্চা পুটু’, ‘অধ্যায় একাদশ’ এবং ‘সাহাবের গোয়েন্দা বাহিনী রিটার্নস’ প্রকাশ করেছে গ্রাফোসম্যান পাবলিকেশন এবং ‘ঢিসিম’ ও তুলিকা প্রকাশ করেছে আলোকবর্তিকা প্রকাশনী তবে বইটির পরিবেশক হয়েছে দোয়েল প্রকাশনী।

লেখক ও সাংবাদিক নাজমুল হক ইমন বলেন, প্রতিবারের মতো এবারো একুশে বইমেলায় জোর দিয়েছি শিশুদের প্রতি। কারণ শিশুপাঠকই গ্রন্থমেলার প্রাণ। তাই এবারো আমি চেষ্টা করেছি শিশুদের জন্য গুণগত ও ভালো গল্প দিয়ে বই সাজানোর।’

গ্রন্থমেলার প্রথমদিন থেকেই পাওয়া যাচ্ছে ‘ভূতের বাচ্চা পুটু’ বইটি। প্রচ্ছদ করেছেন গুটু ত্রিবেদী; ‘সাহাবের গোয়েন্দা বাহিনী রিটার্নস’ প্রচ্ছদ করেছেন রাশেদ বাবু, ‘অধ্যায় একাদশ’ বইটির প্রচ্ছদ করেছেন আশরাফুল ইসলাম রানা এবং ‘ঢিসিম’ ও ‘তুলিকা’ বই দুটির প্রচ্ছদ করেছেন জুলহাস আহমেদ। ‘তুলিকা’ বইটির দাম ১৫০ টাকা; এছাড়া বাকি চার বইয়ের দাম রাখা হয়েছে ১২০ টাকা।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এসজেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :