হাজীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৫২
অ- অ+

চাঁদপুরের হাজীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে সালাউদ্দিন নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার রাজারগাঁও গ্রামের মিজি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সালাউদ্দিন রাজারগাঁও ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মিজি বাড়ির হারুনুর রশিদ মিজির ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাতে শ্রীপুর গ্রামের প্রবাসীর নার্সারি পড়ুয়া শিশু কন্যাকে অভিযুক্ত সালাউদ্দিন পাশ্ববর্তী এলাকায় মাহফিলে নিয়ে যায়। পথে লিলাম বাড়ির পরিত্যক্ত এলাকায় শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার করলে যুবকটি তাকে রক্তাক্ত অবস্থায় বাড়িতে দিয়ে আসে।

শিশুটির মা জানান, ঘটনার দিন সালাউদ্দিন শিশুটিকে এশার নামাজের পর মাহফিলে নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে যায়। প্রায় এক দেড় ঘণ্টা পর তাকে আবার বাড়িতে ফিরিয়ে দিয়ে যুবকটি চলে যায়। পরে শিশুটি মায়ের কাছে তাকে নির্যাতনের বিবরণ জানায়।

এ দিকে শনিবার বিকালে হাজীগঞ্জ থানায় শিশুর বড় ভাই বাদী হয়ে অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। শিশুটিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে রাত ৯টার দিকে পুলিশ সুপার শামছুন্নাহার হাসপাতালে এসে শিশুটির চিকিৎসার খোঁজ-খবর নেন। শিশুটির পরিবারকে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া আশ্বাস করেন।

হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, শিশু ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। যুবককে জিজ্ঞাসাবাদ শেষে রবিবার চাঁদপুর আদালতে পাঠানো হবে। বিষয়টি তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএফইউজে-ডিইউজের আলোচনা সভা অনুষ্ঠিত
২৯ দিনে ভোমরা বন্দর দিয়ে এসেছে ৩৫ হাজার টন চাল 
জুট ব্যবসাকে কেন্দ্র করে ভালুকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫
শেখ হাসিনা ভারতকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: জুয়েল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা