প্রধান শিক্ষক-কমিটির দ্বন্দ্বে স্কুল বন্ধ

শাখাওয়াত হোসেন, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
| আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১৯ | প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১১:২১

ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের দ্বন্দ্বের কারণে মুন্সীগঞ্জের সিরাজদিখানের শেখরনগর ইউনিয়নের পাউসার উচ্চ বিদ্যালয়টি বন্ধ রয়েছে। স্কুলটির নামে বেতন-ভাতা উঠলেও এটি বহু বছর ধরে বন্ধ। ফলে এলাকার শিক্ষার্থীদের প্রায় দুই কি.মি.পথ হেঁটে দূরের বিদ্যালয়ে যেতে হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্কুলভবনের চারপাশে গাছ-গাছালি গজিয়ে উঠেছে। ভবনে বাঁধা রয়েছে গরু-ছাগল।

এলাকাবাসী জানায়, ‘আমাদের এই গ্রামের ছাত্র-ছাত্রীরা এখন পাশের গ্রামের স্কুলে পড়ছে। প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির দ্বন্দ্বে স্কুলটি বন্ধ হয়ে গেছে। আমরা শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যেন আবার পাউসার উচ্চ বিদ্যালয়টি চালু করা হয়।’

স্কুলটির প্রধান শিক্ষক মার্জান আলী বলেন, ‘আমার কাছ থেকে জানার কিছু নেই। আপনারা আদালত থেকে জেনে নিন।’

শিক্ষকদের বেতনের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

শেখরনগরে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, ‘আমার ইউনিয়নে এমপিওভুক্ত একটি উচ্চ বিদ্যালয় বন্ধ থাকায় এলাকার ছেলে-মেয়েরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে।

স্কুলটি যেই পরিচালনা চেষ্টা করে তার বিরুদ্ধেই মামলা দেন ওই প্রধান শিক্ষক। আমি সকলের সহযোগিতা পেলে স্কুলটি নতুন করে চালু করার জন্য সর্ব-প্রকার সহযোগিতা করব।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইউম জানান, ‘নতুনভাবে স্কুলটি চালু করতে কেউ দায়িত্ব নিলে যেসব সহযোগিতা দরকার, আমি তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ করব।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :