প্রধান তথ্য কর্মকর্তা পদে প্রথম নারী কামরুন নাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৬

বেগম কামরুন নাহার প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে রবিবার তথ্য অধিদপ্তরে যোগদান করেছেন। তিনিই প্রথম নারী প্রধান তথ্য কর্মকর্তা।

কামরুন নাহার বিসিএস ১৯৮৪ নিয়মিত ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। চাকরি জীবনে গত ৩১ বছর ধরে সরকারের বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ পদে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

বেগম কামরুন নাহার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

কর্মজীবন শেষ করায় আজ তথ্য অধিদপ্তরের সদ্য সাবেক তথ্য অফিসার ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সংবর্ধনা এবং বেগম কামরুন নাহারকে প্রথম নারী প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :