খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি আসাদ চৌধুরী

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৫

নেত্রকোণার ২১তম বসন্তকালীন সাহিত্য উৎসবে ‘খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার-২০১৬’ পাচ্ছেন কবি আসাদ চৌধুরী।

১৯৯৭ সাল থেকে প্রতিবছর একজন বরেণ্য লেখক, কবি, সাহিত্যিককে এই পুরস্কার দিয়ে আসছে নেত্রকোণা সাহিত্য সমাজ।

১৩ ফেব্রুয়ারি (পহেলা ফাল্গুন) শহরের মোক্তারপাড়া এলাকায় পাবলিক লাইব্রেরি চত্বরের বকুলতলায় ২১তম ‘বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার’ প্রদান অনুষ্ঠান হবে।

নেত্রকোণা সাহিত্য সমাজের উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সকালে প্রথম দিনের অনুষ্ঠানের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান।

এতে প্রধান অতিথি থাকবেন- ত্রিশাল কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহিত উল আলম। প্রধান আলোচক থাকবেন বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ যতীন সরকার।

নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী বলেন, পহেলা ফাগুন বসন্তকালীন এই সাহিত্য উৎসবটি নেত্রকোণাবাসীর প্রাণের উৎসব। এ দিনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা কবি সাহিত্যিকদের মিলন মেলায় পরিণত হয়। শেষ মুহূর্তে অনুষ্ঠানস্থল সাজাতে সেখানে আঁকা হচ্ছে আলপনা। উৎসব সম্পন্ন করতে সব ধরনের আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে।

এর আগে নেত্রকোণার কৃতিসন্তান ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক খালেকদাদ চৌধুরীর নামে প্রদত্ত এ সাহিত্য পুরস্কার যারা পেয়েছেন, তারা হলেন- কবির চৌধুরী, রাহাত খান, হুমায়ূন আহমেদ, যতীন সরকার, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, রফিক আজাদ, জাফর ইকবাল, আনিসুল হক, রাবেয়া খাতুন, হেলাল হাফিজ, ড. সেলিম আলদীন, বুলবুল ওসমান, আলতাব হোসেন, আবু হাসান শাহরিয়ার, নাসরিন জাহান, নুরুল হক, সেলিনা হোসেন, মো. রফিক এবং জাকির তালুকদার।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :