কুমিল্লায় মহিলা আ.লীগের সভাপতি পারুল, সম্পাদক কহিনুর

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪৯
অ- অ+

কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার দিনব্যাপী সম্মেলন শেষে সংসদ সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি জোবেদা খাতুন পারুলকে পুনরায় সভাপতি এবং কহিনুর বেগমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটি ঘোষণা করেন বাংলাদেশ মহিলা আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও সাবেক এমপি সাফিয়া খাতুন। কুমিল্লা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও সাবেক এমপি সাফিয়া খাতুন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি অঞ্জলি রায়। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি জোবেদা খাতুন পারুল।

কমিটির মধ্যে রয়েছেন, সহ-সভাপতি পদে রাশেদা আক্তার, জাহানারা বেগম, শামছুনাহার বেগম, ডলি সামাদ, যুগ্ম সম্পাদক নাদেরা পারভিন, হোসনেয়ারা মায়া, নিসাদ খান।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা করছে: ডা. ইরান
ফরিদপুর চিনিকলে আখ মাড়াই উদ্বোধন, ৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা
বিচার ব্যবস্থা ঠিক না থাকলে দেশের কিছুই ঠিক থাকে না: আমীর খসরু 
আ.লীগের মিসবাহ উদ্দিন সিরাজকে তুলে নিয়ে কোপালো দুর্বৃত্তরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা