বাস-মাহেন্দ্র শ্রমিক সংঘর্ষ, আহত ২০

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২১

বরগুনার আমতলীতে মাহেন্দ্র, অটোরিকশা এবং বাস শ্রমিকদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে আমতলী থানার ওসি (তদন্ত) মো. নুরুল ইসলাম বাদলসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানসহ একাধিক গাড়ি ভাঙচুর করে উভয় পক্ষের লোকজন। এ ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, কুয়াকাটা-আমতলী-পটুয়াখালী সড়কে পরিবহন চলাচল নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। সকালে এক সমঝোতা বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠক শুরু না হতেই সকাল ১০টাকার দিকে আমতলীর বাঁধঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ সুপার বিজয় বসাক জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/প্রতিদনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :