ইউপিডিএফ’র সামরিক শাখা প্রধানের বিরুদ্ধে মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২১
অ- অ+

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র সামরিক শাখার প্রধান প্রদীপন খীসার বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধারের ঘটনায় সোমবার মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে।

খাগড়াছড়ির সদর থানার ওসি তারেক মাহমুদ হান্নান জানান, চাঁদাবাজির মাধ্যমে টাকা মজুদ করার অপরাধে মানি লন্ডারিং আইনে মামলাটি করা হয়েছে। মামলাটি তদন্ত করবে সিআইডি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’ (ইউপিডিএফ’র সামরিক শাখার প্রধান প্রদীপন খীসার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৮০ লাখ টাকা (৭৮ লাখ ৯৫ হাজার ৯৬৬ টাকা) উদ্ধার করেছে যৌথবাহিনীর সদস্যরা।

অভিযানের সময় ঘরের বিভিন্ন স্থানে (টিফিন বক্স, প্রেসার কুকার, আলমারি) লুকায়িত অবস্থায় উল্লেখিত টাকা পাওয়া যায়। টাকা আদায় ও টাকা খরচের গুরুত্বপূর্ণ দলিলাদিও এ সময় উদ্ধার করে যৌথ বাহিনী। দলিলের মধ্যে ইউপিডিএফের চাঁদা আদায় ও খরচের মাসিক বিবরণী ও গুরুত্বপূর্ণ টেলিফোন নম্বর রয়েছে।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা