কুকুরে কামড় দেয়া গরু জবাই, চার যুবককে জরিমানা

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৫

নীলফামারীর ডোমারে কুকুরে কামড় দেয়া অসুস্থ গরু জবাই করার দায়ে ৪ যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত যুবকরা হলেন- ডোমার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের অহিদুল ইসলামের ছেলে রাসেল, মজিবর রহমানের ছেলে শফিকুল ইসলাম, রবিউল হক ও পৌর এলাকার মজিবর রহমানের ছেলে রবিউল হক।

জানা গেছে, ডোমার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের অহিদুল ইসলামের ছেলে বাবুর একটি গাভীকে ১৫ দিন আগে কুকুরে কামড় দেয়। এরপর গাভীটি অসুস্থ হয়ে পড়লে সোমবার সকালে স্থানীয় চার যুবকের কাছে গাভীটি বিক্রি করে। ওই চার যুবক মাংস বিক্রি করার জন্য ডোমার পৌর এলাকার চিকনমাটী মোড়ে গাভীটিকে জবাই করে। স্থানীয় লোকজন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে জবাইকৃত গাভীর মাংস, রক্ত, চামড়াসহ মাটিতে পুতে ফেলার নির্দেশ দেন। সেই সাথে চার যুবকের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :