নওগাঁয় ছাত্রীর শ্লীলতাহানি, প্রধান শিক্ষকের কারাদণ্ড

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২১

নওগাঁর মান্দায় ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে জোতবাজার আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকাল ৫টার দিকে এ রায় দেয়া হয়। আদালতের বিচারক ছিলেন মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নূরুজ্জামান।

বিচারক নূরুজ্জামান জানান, জোতবাজার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান প্রায়ই বিদ্যালয় ছুটির পর তার প্রতিষ্ঠানে অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে নিজের অফিস কক্ষে ডেকে নিয়ে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি (রবিবার) বিকাল ৪টার দিকে বিদ্যালয় ছুটির পর পানি খাবারের কথা বলে ওই ছাত্রীকে আবারও নিজ কক্ষে ডেকে নেন তিনি। এসময় অশ্লীল কথাবার্তাসহ শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে তাকে যৌন নিপীড়ন করেন। পরে ওই ছাত্রী সেখান থেকে পালিয়ে বাড়ি গিয়ে ঘটনাটি তার বাবা-মাকে অবহিত করে। রাতে প্রধান শিক্ষক আব্দুর রহমানের বিরুদ্ধে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করে ওই ছাত্রী। অভিযোগের ভিত্তিতে সোমবার বিকালে দুই পক্ষকে ডেকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযোগ প্রমাণ হওয়ায় ১৫ দিনের জেল দেয়া হয়।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই প্রধান শিক্ষক আব্দুর রহমানকে আটক করে রাখা হয়। সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম সাজা দেয়। তাকে জেলহাজতে পাঠানো হচ্ছে।

এদিকে ওই শিক্ষককে অপসারণের দাবিতে মিছিল করেছে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :