চ্যাম্পিয়নস লিগ

নাপোলির বিপক্ষে দর্শক রোনালদো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:১১ | প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:০৬
ছবি: ইনজুরি ছিটকে দিল রোনালদোকে।

আজ রাতেই শুরু হচ্ছে ফুটবলের অন্যতম ধ্রুপদী লড়াই চ্যাম্পিয়নস লিগ। তবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ তাদের মিশন শুরু করবে একদিন পর।

বুধবার রাতে নাপোলির বিপক্ষ ম্যাচ দিয়ে মাঠে নামবে জিনেদিন জিদানের ছাত্ররা। এই ম্যাচে দলের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে পাচ্ছে না লস ব্লাঙ্কোসরা।

রিয়ালের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করে জানানো হয়, ব্যালন ডি অর জয়ী রোনালদো পায়ের ইনজুরিতে ভুগছেন। তবে সেটা খুব একটা বড় কিছু নয়। শীগগিরই মাঠে দেখা যাবে সি আর সেভেনকে। যে কারণে তিনি দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পেও ছিলেন না।

গত শনিবার লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচ চলাকালীন পায়ে চোট পায় রোনালদো। ওই ম্যাচে ওসাসুনাকে ৩-১ গোলে পরাজিত করে রিয়াল। দলের হয়ে প্রথম গোলটি করেন রোনালদো।

চলমান মৌসুমটা খারাপ যাচ্ছে না রোনালদোর। রিয়ালের হয়ে এখন পর্যন্ত ২১টি গোল করেছেন ৩২ বছর বয়সী এই তারকা। গোলে অ্যাসিস্ট করেছেন ২৬টি।

(ঢাকাটাইমস/১৪ ফেব্রুয়ারি/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :