ভোলায় মেজর হাফিজকে অবাঞ্ছিত ঘোষণা স্থানীয় বিএনপির

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৮

ভোলায় জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে ভোলা-৩ আসনের (তজুমদ্দিন-লালমোহন) সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করেছে লালমোহন ও তজুমদ্দিন উপজেলা বিএনপি। আগামী ১৮ ফেব্রুয়ারি ভোলা জেলা বিএনপির সম্মেলন বন্ধের জোর দাবি জানান স্থানীয় নেতারা।

মঙ্গলবার দুপুরে ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী মোস্তাফিজুর রহমান লিখিত বক্তব্যে বলেন, ‘বিগত ১/১১ এর সময় আমরা তজুমদ্দিনের দলীয় নেতকর্মীদের সাহস যুগিয়ে দল চাঙা রেখেছি। সে সময় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ছিলেন সংস্কারপন্থী। যার কারণে তিনি আমাদেরকে ও আমাদের সাথে থাকা তজুমদ্দিন-লালমোহনের বিএনপির নেতকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার নির্যাতন, হামলা-মামলা চালান। এমনকি আমাদেরকে দল থেকে বহিষ্কারের ব্যর্থ চেষ্টাও করেন তিনি। মেজর হাফিজ তজুমদ্দিন ও লালামোহন বিএনপিকে তিন-চার ভাগে বিভক্ত করে এবং ত্যাগী নেতাদের বাদ রেখে তার নিজস্ব আত্মীয়-স্বজনকে নিয়ে ঢাকা-ভোলায় বসে এই দুই উপজেলার পকেট কমিটি গঠন করেন। আর এই পকেট কমিটি দিয়েই আগামী ১৮ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করে কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান অতিথি করে জেলা সম্মেলন করার চেষ্টা চালাচ্ছেন। আমরা এরকম হটকারি সিদ্ধান্তের জোর প্রতিবাদ জানাচ্ছি।’

মোস্তাফিজুর রহমান বলেন, এর আগে বিষয়টি দলের মহাসচিব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও চেয়ারপারসনকে লিখিতভাবে জানানো হয়েছে। তিনি বলেন, ‘যদি এরপরেও মূলধারার হাজার হাজার নেতাকর্মীকে পাশ কাটিয়ে সংস্কারবাদীদের দ্বারা গঠিত পকেট কমিটি করলে নেতাকর্মীরা হতাশা ও দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে, যা দলের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘এরপরও যদি পকেট কমিটি দিয়ে জেলা সম্মেলন করা হয়, তাহলে আমরা তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে তা প্রতিহত করবো।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, শাহ ইমাম হোসেন, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ভুট্টু, সাংগঠনিক সম্পাদক হাজী ছালাহ উদ্দিন, লালমোহন উপজেলা বিএনপির প্রস্তাবিত কমিটির যুগ্ম সম্পাদক তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ কালাম সরদার, আবু ইউছুফ ও ছাত্রদল নেতা আলাউদ্দিন প্রমুখ।

এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর বর্তমানে তজুমদ্দিন-লালমোহন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিকে বৈধ আখ্যা দিয়ে ঢাকাটাইমসকে বলেন, এসব কমিটি সম্মেলনের মাধ্যমে করা হয়েছে। কোনো প্রকার পকেট কমিটি ও আত্মীয়করণ করা হয়নি। এদের আনীত অভিযোগ সঠিক নয়।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

এই বিভাগের সব খবর

শিরোনাম :