ভালোবাসা দিবসে ১১ কোটি টাকার ফুল বিক্রি

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:২৬

এবারের ভালোবাসা দিবস উপলক্ষে ‘ফুলের রাজধানী’ যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে প্রায় ১১ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরে সরবরাহ হয়েছে এসব ফুল।

সরেজমিনে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা যায়, পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসের আগে সোমবার পর্যন্ত প্রায় ১১ কোটি টাকার ফুল সরবরাহ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের গোলাপ, চায়না গোলাপ, জারবেরা, গ্লাডিওলাক, গাঁদা, ভুট্টা, রজনীগন্ধা, চেরি প্রভুতি।

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি ও গদখালী ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আব্দুর রহিম জানান, এসব ফুল আগের দিনই রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলে গেছে।

এ ছাড়া একুশে ফেব্রয়ারি উপলক্ষে আরও চার-পাঁচ কোটি টাকার ফুল বিক্রি হবে বলে সেখানকার কৃষক ও ফুল ব্যবসায়ীরা জানান। তারা বলেন, এ বছর আবহাওয়া ভালো থাকায় ফুলের উৎপাদন বেশি হয়েছে, ফলে পর‌্যাপ্ত সরবরাহ দিতে পারছেন তারা।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :