সূচক ও লেনদেন কমেছে শেয়ারবাজারে

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

টানা সাত দিন বৃদ্ধির পর আজ বুধবার সূচক ও লেনদেন কমেছে ঢাকার শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ১৮.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৮০.৬৪ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৪৭৫।

আজ ডিএসইতে মোট ১০৫৩ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১২০ কোটি ৮ লাখ টাকা কম।

লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ ১০টি কো¤পানি হলো লংকাবাংলা ফাইন্যান্স, বারাকা পাওয়ার, এসিআই ফরমুলেশন, বেক্সিমকো লি., অ্যাপোলো ইস্পাত, ফরচুন সুজ, আরএকে সিরামিকস, আইডিএলসি, প্যাসিফিক ডেনিমস ও  তিতাস গ্যাস।

দর বৃদ্ধির শীর্ষে ১০টি কো¤পানি হলো মালেক স্পিনিং, বাংলাদেশ শিপিং করপোরেশন, গোল্ডেন হারভেস্ট, রিজেন্ট টেক্সটাইল, বারাকা পাওয়ার, গোল্ডেন সন্স, সাইফ পাওয়ার, ইস্টার্ন লুব্রিকেন্টস, ফরচুন সুজ ও ফিনিক্স ইন্সুরেন্স।
অন্যদিকে দাম কমার শীর্ষ ১০টি কো¤পানি হলো এসইএমএল আইবিবিএল শরীয়াহ্ ফান্ড, আরএকে সিরামিকস, সাভার রিফ্রেক্টরিজ, প্রগ্রেসিভ লাইফ, হাওয়া ওয়েল টেক্সটাইল, এশিয়া প্যাসিফিক, মাইডাস ফাইন্যান্স, জুট স্পিনার্স, আইসিবি তৃতীয় এনআরবি ও বে-লিজিং।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৪৭৫। মোট লেনদেন হয়েছে ৬১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৭ কোটি ৮২ লাখ টাকা কম। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের দাম।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/মোআ)