কাজী আরেফসহ পাঁচ জাসদ নেতার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৭
অ- অ+

কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতার ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ বৃহস্পতিবার। ১৯৯৯ সালের এইদিনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাসবিরোধী জনসভায় বক্তৃতাকালে চরমপন্থী সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের তৎকালীন কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য কাজী আরেফ আহমেদ। এছাড়া নিহত হন কুষ্টিয়া জেলা জাসদের তৎকালীন সভাপতি লোকমান হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন ও শমসের মন্ডল।

কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতার ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ দৌলতপুর উপজেলার পিএম কলেজ মাঠে শহীদ ইয়াকুব আলী ট্রাস্ট বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। অপরদিকে কাজী আরেফ পরিষদ, কুষ্টিয়া জেলা জাসদ ও শহীদ লোকমান হোসেন ফাউন্ডেশন পৃথকভাবে স্মরণসভাসহ নানা কর্মসূচি পালন করছে।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রংপুর-চট্টগ্রামসহ ১২ জেলায় নতুন পুলিশ সুপার
স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি আপসহীন: যুবদল সভাপতি
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের সঙ্গে মহাপরিচালকের মতবিনিময় 
সিরাজদিখানে স্বর্ণ-টাকা ও সন্তান নিয়ে উধাও স্ত্রী, থানায় অভিযোগ স্বামীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা