চার লাখ ৯৯ হাজারে রানারের নতুন গাড়ি

অটোমোবাইল প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৬| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৯
অ- অ+

ভারতের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ এবং দেশের অটোমোবাইল উৎপাদন ও পরিবেশনকারী প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস লিমিটেড উন্নত প্রযুক্তির চার চাকার একটি প্রাইভেট কার বাংলাদেশের বাজারে এনেছে। নতুন এই গাড়ির নাম কিউট। এর দাম চার লাখ ৯৯ হাজার টাকা। পেট্রোল চালিত এ গাড়িটি সহজেই সিএনজিতে রুপান্তর করা যাবে। ফলে জ্বালানি সাশ্রয় হবে।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ইন্দো-বাংলা ট্রেড ফেয়ার-২০১৭ এ গাড়িটি প্রদর্শনীর জন্য রাখা হয়েছে রাজধানীর সোনারগাঁও হোটেলে।

মেলায় কথা হয় রানার অটোমোবাইলস লিমিটেডের সহকারি ব্যবস্থাপক (কর্পোরেট বিজনেস) নাঈম হাসান খানের সঙ্গে। তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘বাংলাদেশে পরিবহনের চাহিদা পূরণে রানারের ‘কিউট’ গাড়ি পরিবহন খাতে বড় অবদান রাখবে। গাড়িটির মূল্য ৪ লাখ ৯৯ হাজার টাকা। এ গাড়িটি এক লিটার পেট্রোলে ৩৫ কিলোমিটার যাবে ‘

নাঈম হাসান খান জানান, মার্চ মাসের শেষের দিকে ক্রেতারা গাড়িটি কিনতে পারবেন।

বাংলাদেশে এ গাড়িটির সোল ডিস্ট্রিবিউটর রানার অটোমোবাইলস লিমিটেড।

২১৭ সিসির এ গাড়িটিতে চালক সহ চারজন চড়া যাবে।

এই মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রবেশ মূল্য নেই। এটি সকলের জন্য উন্মুক্ত।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/জেআর/এজেড)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার!
মানিকগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল: জাল সনদ ও অব্যাহতির পরও অধ্যক্ষের চেয়ারে সোহাগ!
পবিপ্রবির বঙ্গবন্ধু হলের নামফলক ভেঙে নতুন নাম দিলেন শিক্ষার্থীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা