টেলিফিল্মে অভিনয় করলেন কণ্ঠশিল্পী তানজীব

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২১

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

গানের পাশাপাশি অভিনয়ে নাম লিখিয়েছেন কণ্ঠশিল্পী তানজীব সারোয়ার। আজ 'এপিটাফ' শিরোনামের একটি টেলিফিল্মে অভিনয় করতে দেখা যাবে তাকে। 

মাসুদুল হাসানের মূল গল্পে এর চিত্রনাট্য লিখেছেন মোর্শেদ রাকিন। মাহমুদুর রহমান হিমি পরিচালিত এই টেলিফিল্মটি প্রচারিত হবে আজ সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে। তানজীব ছাড়াও এতে আরও অভিনয় করেছেন তৌসিফ, মেহজাবিন ইরফান সাজ্জাদ প্রমুখ।

এ প্রসঙ্গে পরিচালক হিমি বলেন, 'তানজীব ভাইকে একজন কণ্ঠশিল্পীর ভূমিকাতেই দেখা যাবে এপিটাফে। বাকিটা আর বলতে চাচ্ছি না। দর্শকরা আজই দেখতে পারবে।  আশাকরি তাদের কাছে ভালো লাগবে এবং তাদের ভালো লাগলেই আমার সার্থকতা।'

তানজীব সারোয়ারের প্রথম একক অ্যালবাম 'অন্দরমহল' প্রকাশ হয় ২০১১ সালে। আর দ্বিতীয় অ্যালবাম 'মেঘবরণ' প্রকাশ হয় ২০১৪ সালে।  ২০১৬ তে প্রকাশ হয় ‘হৃদমোহিনী’। তার গাওয়া 'দিল আমার' ও 'মেঘমিলন' গানের ভিডিও ইউটিউবে দেখেছে প্রায় এক কোটির কাছাকাছি দর্শক।

ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এমইউ