ন্যানোর নতুন মডেলে ৫০ হাজার টাকা ছাড়

অটোমোবাইল প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২০
অ- অ+

রাজধানীর সোনারগাঁও হোটেলে চলছে তিনদিনব্যাপী ইন্দো-বাংলা ট্রেড ফেয়ার। এই মেলায় কয়েকটি প্রতিষ্ঠান মোটরসাইকেল এবং মোটর গাড়ি প্রদর্শন ও বিক্রি করছে।

মেলায় ৫০ হাজার টাকা ছাড়ে টাটার ন্যানোর নতুন মডেলের একটি গাড়ি বিক্রি করছে নিটল মোটর্স লিমিটেড।

এর মডেল ‘টাটা জেনেক্স ন্যানো’। ছোট আকারের আকর্ষণীয় এই গাড়িটি পাওয়া যাবে মাত্র আট লাখ ৯৫ হাজার টাকায়।

নিটল মোটরস লিমিটেডের বিপণন ব্যবস্থাপক কাজী জাহিদুর রশিদ ঢাকাটাইমসকে বলেন, টাটা জেনক্স ন্যানো ৫০ হাজার টাকা ছাড়ে মেলায় বিক্রি হচ্ছে। এককালীন মূল্য পরিশোধ করলে এর মূল্য পড়বে ৭ লাখ ৯৫ হাজার টাকা। আর কিস্তিতে কিনলে এর মূল্য দাঁড়াবে আট লাখ ৯৫ হাজার টাকা।

জাহিদুর রশিদ জানান, প্যাসেঞ্জার জেনেক্স ন্যানো গাড়িটি সম্পূর্ণ অটোমেটিক গিয়ারের।

গাড়িটি দেশব্যাপী নিটল মোটর্সের বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে।

গাড়িটিতে ৩ বছর অথবা ১ লাখ কিলোমিটার যেটা আগে হয় সেটির ওয়ারেন্টি রয়েছে।৬টি ফ্রি সার্ভিস ও থাকছে।

গাড়িটি অল্প জায়গার মধ্যে পার্ক করা যায়। অন্যান্য গাড়ির চেয়ে এতে শোল্ডার রুম ৪ শতাংশ ও লেগ রুম ৬ শতাংশ বড়। ১ লিটার তেলে গাড়িটি প্রায় ২২ কিলোমিটার চলে। এতে ৯৪ কেজি লাগেজ রাখার সুবিধা পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/জেআর/এজেড)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা