যতটুকু অপরাধ ততটুকু শাস্তি পাবেন খালেদা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার অপরাধ অনুযায়ী শাস্তি পাবেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নোয়াপাড়া এলাকায় নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করে মন্ত্রী এসব কথা বলেন।

বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে বলেছিলেন, বিএনপির চেয়ারপারসনকে জেলে নেয়া হলে দেশে কোনো নির্বাচন হবে না। এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী ওই মন্তব্য করেন।

আসাদুজ্জামান কামাল বলেন, ‘যে যতটুকু অপরাধ করবে, সে ততটুকু শাস্তি পাবে।’

পৃথক একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে জেলে নেয়ার কোনো চিন্তা নেই তাদের।

দেশে জঙ্গি তৎপরতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গি নির্মূল করেছি এমন কথা আমরা বলব না। কেননা যেকোনো সময় মাথা চাড়া দিয়ে উঠতে পারে জঙ্গিরা।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-১ আসন রূপগঞ্জের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ-৫ সদর আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনেয়ারা বাবলী।

মন্ত্রী বিকেলে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক গণসমাবেশে যোগ দেন। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. শাহজালাল।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/মোআ)