পিরোজপুরে কর্মজীবী মহিলাদের মাতৃ সহায়তা ভাতা ও কার্ড বিতরণ

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০৯

পিরোজপুরে কর্মজীবী মহিলাদের মাতৃ সহায়তা ভাতা ও কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৬-১৭ অর্থ বছরে উপকার ভোগীদের মাঝে এ কার্ড বিতরণ করা হয়।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সকলের জন্য কল্যাণ’ এর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ উপকার ভোগিদের মাঝে আর্থিক অনুদান ও কার্ড বিতরণ করেন।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস ছালাম বাতেন, মো. সাদুল্লাহ লিটন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাই, সকলের জন্য কল্যাণের আফজাল হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ।

কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৬-১৭ অর্থ বছরে পিরোজপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের আটশত ৫০ জন সদ্য মা হওয়া উপকার ভোগীদের মাঝে পর্যায়ক্রমে প্রতি মাসে ৫০০ করে ছয় মাসের ভাতাবাবদ তিন হাজার করে টাকা দেওয়া হয়। এ টাকা শিশুর পুষ্টির জন্য ব্যয় করা হবে।

এ ছাড়াও এই উপকার ভোগীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে দারিদ্র বিমোচনের জন্য কাজ করছে মহিলা অধিদপ্তর।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :