সাংসদের অফিসে ছাত্রলীগ কর্মীকে গুলি: কারণ এলাকায় আধিপত্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:০৫

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পল্টনে সংসদ সদস্য গোলাম দস্তগীরের অফিসে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের কর্মী মোশাররফ হোসেনের ওপর গুলির ঘটনা ঘটে জানিয়েছে র‌্যাব।

ওই ঘটনায় আটক ‘শীর্ষ সন্ত্রাসী’ মো. মাসুদ রানা ওরফে আশিকের (২৪) জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এ কথা জানায় র‌্যাব। আজ বৃহস্পতিবার ভোরে কুমিল্লা সীমান্ত এলাকায় গ্রেপ্তার হয় আশিক।

১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় সাংসদ গোলাম দস্তগীরের পল্টনের ৩৭/২ ভবন অফিস বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় তার ব্যক্তিগত সহকারী এপিএস কামরুজ্জামান হিরার অফিস কক্ষে উপজেলা ছাত্রলীগ কর্মী মোশাররফ হোসেন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় তার বাবা মোজাম্মেল হক রাজধানীর পল্টন থানায় একটি মামলা করেন।

এ ঘটনার পর র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৩ এর একটি দল বৃহস্পতিবার ভোর চারটার দিকে কুমিল্লার সদর দক্ষিণ থানার গোলিয়ার ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে মো. মাসুদ রানা আশিককে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে আশিক ওই ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করে বলে জানায় র‌্যাব। আশিক র‌্যাবকে জানায়, সে ও তার দুই সহযোগী গোলাম দস্তগীরের অফিসে প্রবেশ করে মোশারফ হোসেনকে তলপেটে গুলি করে পালিয়ে যায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার আধিপত্য বিস্তার, ক্ষমতার দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জের ধরে এই ঘটনা ঘটায় সে।

র‌্যাব জানায়, এর আগে ২০১৫ সালের ৩১ জানুয়ারি একটি পিস্তল, আটটি রামদাসহ গ্রেপ্তার হয় আশিক। তখন তার দুই সহযোগী আশরাফুল, মোহাম্মদ আলী ওরফে মাহাকেও গ্রেপ্তার করে র‌্যাব-১১।

পল্টনে মোশাররফের ওপর গুলি করার তিন-চার দিন আগে নারায়ণগঞ্জের ভুলতার কায়েতপাড়া এলাকায় ভূমিদস্যুবিরোধী একটি সভায় মাসুদ রানা আশিকের ঘনিষ্ঠ মাদক ব্যবসায়ী ও অস্ত্র ব্যবসায়ী আলমগীর, আল আমিনসহ তার গ্রুপের লোকজন উপস্থিত ছিল। ওই সভার সময় রাস্তায় মোশাররফ হোসেনের সঙ্গে আশিকের তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়।

জিজ্ঞাসাবাদের সূত্রে র‌্যাব জানায়, ৩০০ ফুট সড়ক এলাকায় মোশাররফ ও আশিকের মধ্যে আধিপত্য বিস্তারে মতবিরোধ চলছিল। আশিক নিজের আধিপত্য বজায় রাখার জন্য মরিয়া হয়ে ওঠে এবং তার পূর্বপরিচিত অস্ত্র ব্যবসায়ী রাইফেল আলমগীরের সঙ্গে যোগাযোগ করে তার কাছ থেকে ৭.৬৫ মি.মি. দুটি পিস্তল ও গুলি ভর্তি ম্যাগাজিন আনায়। তারপর দুই সহযোগীসহ আশিক রাইফেল আলমগীরের গাড়িতে করে পল্টনে যায়। ছাত্রলীগ কর্মী মোশারফকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

র‌্যাবের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আরো তদন্ত চলছে। আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এএ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :