আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন স্যামুয়েলস

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৫৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার মারলন স্যামুয়েলস আবার আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তার বোলিং বৈধ বলে ঘোষণা করেছে। ২০১৫ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ মাসের জন্য তার বোলিং নিষিদ্ধ ঘোষণা করা হয়। ২৪ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো তার বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেয়া হয়।

গত ২৯ জানুয়ারি লাফবোরোতে আইসিসি অনুমোদিত গবেষণাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন অফস্পিনার মারলন স্যামুয়েলস। আর এই পরীক্ষায় ভালোভাবেই উতরে গেছেন গেছেন তিনি। তবে, আম্পায়ারদের কাছে যদি আবার স্যামুয়েলসের বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে হয় তাহলে অভিযোগ আনতে পারবেন।

মারলন স্যামুয়েলস ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ খেলেছেন ২০১৬ সালের সেপ্টেম্বর-নভেম্বরে। ওই সময়ে সংযুক্ত আরব আমিরাতের পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলে ওয়েস্ট ইন্ডিজ। এরপর তিনি জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে স্কোয়াডে ছিলেন না। ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী সিরিজ আগামী মাসে। ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজটি শুরু হবে ৩ মার্চ।

(ঢাকাটাইমস/১৭ ফেব্রুয়ারি/এসইউএল)