বিশ্বের প্রথম গিগাবাইট এলটিই ফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১১:২৮

২৭ ফেব্রুয়ারি থেকে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৭’। তথ্য প্রযুক্তির বড় এই ইভেন্টে পৃথিবীর খ্যাতনামা সব প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান মোবাইল ফোন প্রদর্শন করবে। এই প্রদর্শনীতে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই একটি ফোন অবমুক্ত করবে। এই ফোনটির মডেল জেডটিই গিগাবাইট ফোন। এটি বিশ্বের প্রথম গিগাবাইট এলটিই ফোন।

এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এটি গিগাবাইট এলটিই কানেকটিভিটি পাবে। জেডটিই জানিয়েছে এই ফোনটি হেলদি ইকোসিস্টেম তৈরিতে সহায়তা করবে। এছাড়াও এতে ৩৬০ ডিগ্রি ভিআর কনটেন্ট দেখা যাবে। এতে ফোরকে ভিডিও করা যাবে।

জেডটিইর নতুন ফোনটির ডাউনলোড স্পিড হবে ১ জিবিপিএস। ফলে ফোনটি দিয়ে ৩৬০ ডিগ্রি প্যানারকিম ভিআর ভিডিও উপভোগ করা যাবে।

উপভোগ করা যাবে হাইফাই মিউজিক এবং মুভিস।

ফোনটিতে কোয়ালকমনের নতুন প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৩৫ ব্যবহৃত হবে।

এই ফোনটিকে বলা হচ্ছে কোয়ার্টজ ফোন। এর কনফিগারেশন সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এর আগে জেডটিই ব্লেড এ২ প্লাস নামের একটি ফোন বাজারে ছাড়ে। ভারতের বাজারে এই ফোন বিক্রি হচ্ছে ১১ হাজার ৯৯৯ রুপিতে। এটি গুগল অ্যানড্রয়েড ওয়ার প্লাটফর্মে চলবে। এতে ওয়াইফাই এবং থ্রিজি নেটওয়ার্ক সমর্থন করবে।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা