‘ট্রাম্প অযথাই মিডিয়ার পেছনে লেগেছেন’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৪ | প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২২

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল শুক্রবার বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে বিশৃঙ্খলার বিষয়ে মিডিয়ার ভূমিকা নিয়ে দোষোরোপ করে অযথা সময় নষ্ট করছেন। যুদ্ধকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টিন চার্চিলের সঙ্গে ট্রাম্পের তুলনা করেন টার্নবুল। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গত মাসে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকে ট্রাম্প বার বার ‘মিথ্যা সংবাদ’ প্রকাশের জন্য মিডিয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি গণমাধ্যমকে ‘বিরোধী দল’ বলে আখ্যা দিয়েছেন।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন রাশিয়ার সঙ্গে ট্রাম্প তার প্রশাসনের কর্মকর্তাদের গোপন যোগাযোগের খবরকে ‘তামাশা’ বলে উড়িয়ে দেন ট্রাম্প। তিনি এই বিষয়টিকে গণমাধ্যমে ‘ছল’ ও ‘কেলেঙ্কারি’ বলে মন্তব্য করেন।

শুক্রবার নিউজিল্যান্ডের সাংবাদিকদের অস্ট্রলীয় প্রধানমন্ত্রী বলেন, ‘মহান রাজনীতিবিদ উইনস্টন চার্চিল বলেছিলেন, রাজনীতিবিদদের গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ করা মানে হচ্ছে, সমুদ্র সম্পর্কে নাবিকের সমালোচনা।’

তিনি আরও বলেন, ‘এই বিষয়ে বেশি কিছু বলার নেই। গণমাধ্যমের সঙ্গেই আমরা বসবাস করছি। আমাদের বার্তা পুরো বিশ্বে পৌঁছে দিচ্ছে এই গণমাধ্যমই। তাই আমি গণমাধ্যমের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ দিতে চাই আমাদের প্রতি তাদের আন্তরিক দৃষ্টিভঙ্গির জন্য।’

চলতি মাসের শুরুর দিকে ট্রাম্পের সঙ্গে টার্নবুলের সম্পর্ক খুব বাজেভাবেই শুরু হয়। অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের শরণার্থী বিষয়ক চুক্তিকে ‘নির্বোধ চুক্তি’ বলে আখ্যা দেন ট্রাম্প। ট্রাম্প ও টার্নবুলের ফোনালাপের বিষয়টি তখন বিশ্বজুড়ে মিডিয়ায় আলোচিত হয়।

এই চুক্তি সম্পর্কে প্রশ্ন করা হলে টার্নবুল বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এরপর আমার একাধিক বার ফোনালাপ হয়েছে। তা হয়েছে খুবই গঠনমূলক, সুস্পষ্ট এবং খুবই মূল্যবান আলোচনা।’

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

তীব্র গরমে বিশ্বব্যাপী বছরে ১৯ হাজার শ্রমজীবীর মৃত্যু

গাজা ইস্যুতে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো 

ফের দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

ইরানে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিজেরাই ধ্বংস করে ইসরায়েল!

মালদ্বীপে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী চীনপন্থি প্রেসিডেন্ট মুইজ্জুর দল

পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট রাইসি 

ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ 

২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান তুরস্কের

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর রকেট হামলা  

এই বিভাগের সব খবর

শিরোনাম :