ওয়ান প্লাসের নতুন ফোন

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১৩

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের বাজারে পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাসের নতুন ফোন। এই ফোনটির মডেল ওয়ানপ্লাস ৩টি। ফোনটি অ্যামাজন ইন্ডিয়াতে মিলছে। কিন্তু যারা অ্যামাজন ইন্ডিয়ার প্রাইম মেম্বার তারাই ফোনটি কিনতে পারবেন। ১২৮ জিবি মেমোরি ভার্সনে ফোনটি পাওয়া যাবে।

গানমেটাল রঙের এই ফোনটি ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত পাওয়া যাবে। কেবলমাত্র অ্যামাজন ইন্ডিয়ার প্রাইম মেম্বাররাই ফোনটি কিনতে পারবেন। অ্যামাজন ইন্ডিয়ার প্রাইম মেম্বার হতে বাৎসরিক ফি ৪৯৯ রুপি।

ওয়ানপ্লাস ৩ এর উন্নত সংস্করণ ওয়ানপ্লাস ৩টি। এতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর। ফোনটির রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের।  সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। এর ব্যাটারি ওয়ানপ্লাস ৩ থেকে কিছুটা উন্নত। এতে আছে ৩৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

৬ জিবি র‌্যামের এই ফোনটির ডিসপ্লে ৫.৫ ইঞ্চির। ডিসপ্লেতে অ্যামোলিড প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। ফোনটির পুরুত্ব এবং ওজন ওয়ানপ্লাস ৩ এর মতই।  এর বিল্টইন মেমোরি ১২৮ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ নেই।

ভারতের বাজারে ফোনটি বিক্রি হচ্ছে ৩৪ হাজার ৯৯৯ রুপিতে।

ওয়ান প্লাস ৩টি অ্যানড্রয়েড নুগাট অপারেটিং সিস্টেম চালিত। সঙ্গে আছে অক্সিজেন ওস ৪.০.৩ ইউজার ইন্টারফেস।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এজেড)