পাঁচ দিনেও সন্ধান মেলেনি ইন্দুরকানীর নিখোঁজ মাদ্রাসাছাত্রীর

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২৯

পিরোজপুরের ইন্দুরকানীতে অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ মেয়ের সন্ধান পেতে গত রবিবার তার পিতা ইন্দুরকানী থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া বালিকা মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ও মো. আলী খানের বড় মেয়ে তানিয়া গত রবিবার মাদ্রাসায় গিয়ে আর বাড়ি ফেরেনি। ছাত্রীর স্বজনরা চার দিন ধরে স্বজনদের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

টগড়া বালিকা মাদ্রাসার সুপার মাওলানা গিয়াস উদ্দিন সেলিম সাংবাদিকদের জানান, রবিবার তানিয়া মাদ্রাসায় এসেছিল। তবে ছুটির পর সে আর বাড়িতে ফিরে যায়নি বলে শুনেছি।

স্থানীয় ইউপি সদস্য আ. রাজ্জাক জানান, মাদ্রাসাছাত্রী নিখোঁজের বিষয়টি শুনেই তার খোঁজ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এলাকাবাসীর বরাত দিয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন ঢাকাটাইমসকে জানান, ‘ঝালকাঠীর এক যুবক এখানে বিয়ে করেছেন। তার সঙ্গে মেয়েটির নাকি সম্পর্ক ছিল। ঝালকাঠী সদর থানার ওসির সাথে যোগাযোগ করেছি, মেয়েটি ওই এলাকায় আছে কিনা। মেয়েটি উদ্ধারের জন্য সন্ধান চালিয়ে যাচ্ছি।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :