বরিশালে জীবনানন্দ দাশের জন্মদিবস পালিত

বরিশাল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৬

বরিশালে রুপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১১৮ তম জন্মদিবস পালিত হয়েছে।

শুক্রবার সকালে সরকারি ব্রজমোহন কলেজ প্রাঙ্গণে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে কলেজ কর্তৃপক্ষ। পরে মেলা প্রাঙ্গণে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় শেষ হচ্ছে কবি জীবনানন্দ দাশের ১১৮তম জন্মদিবস উপলক্ষ্যে ব্রজমোহন কলেজের সাংস্কৃতিক সংগঠন ‘উত্তরণ’এর আয়োজনে তিন দিনের জীবনানন্দ মেলা।

‘উত্তরণ’ এর সিনিয়র সদস্য সৈয়দ মেহেদী হাসান জানিয়েছেন, সন্ধ্যায় এ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দুপুরে কবি জীবনানন্দ দাশের বাসভবনে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় কবিতা পরিষদের নেতারা। পরে কবির বাসভবনস্থ মিলনায়তনে কবি আড্ডা অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রগতিশীল লেখক সংঘ কবির জন্মদিবস পালন করেছে।

এদিকে শুক্রবার বেলা সাড়ে ৩টায় কবি জীবনানন্দ দাশের ১১৮তম জন্মদিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :