নির্বাচন নিয়ে বহুবিধ প্রকল্পে আ.লীগ: আমীর খসরু

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন আওয়ামী লীগ নানা ধরণের ‘প্রকল্প’ নিয়ে এগুচ্ছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কারচুপির মাধ্যমে তারা নির্বাচনে জিততে চায়।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এ কথা বলেন। ‘নতুন নির্বাচন কমিশন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল নামের বিএনপিপন্থি একটি সংগঠন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ বহুবিধ নির্বাচনী প্রকল্প নিয়ে এগুচ্ছে। প্রকল্পের মধ্যে রয়েছে খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখা, তারেক রহমানকে দুরে রাখা সর্বোচরি বিএনপির সিনিয়র নেতাদের নির্বাচন থেকে দূরে রাখা।’

সরকারের এসব ‘প্রকল্প’ ব্যর্থ হবে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘দলীয় সরকারের অধীনে দলীয় লোকজন, র‌্যাব, পুলিশ দিয়ে একতরফা বহুমূখী নির্বাচনী প্রকল্প জনগণ বাস্তবায়ন হতে দেবে না৷’ তিনি বলেন, ‘এসব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আপনাদের এসব প্রকল্প জনগণ প্রতিহত করবে। বিএনপি আপনাদের খারাপ রাজনীতিকে ভালো রাজনীতি দিয়ে মোকাবলো করবে।’

নবগঠিত নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না বলে মনে করেন আমীর খসরু। তিনি বলেন, ‘একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে ধরণের কমিশন করা উচিত ছিল তার সবগুলো শর্ত ভঙ্গ করেছে সরকার। নির্বাচন কমিশন গঠনে সরকারদলীয়দের প্রস্তাবনা প্রাধান্য পাওয়ায় রাষ্ট্রপতির ওপর জাতির আর কোনো আস্থা নেই৷ তিনি (রাষ্ট্রপতি) ইসি গঠনে জনগণের প্রস্তাবকে অগ্রাহ্য করে আওয়ামী লীগের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছেন৷’

বিএনপি নেতা বলেন, ‘নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়েছে৷ আগামী জাতীয় নির্বাচন এবং বর্তমান নির্বাচন কমিশন নিয়ে সুশীল সমাজ, পেশাজীবীসহ দেশের মানুষের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে৷’

আলোচনা সভায় বক্তব্য আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, প্রচার সম্পদাক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/জিএম/ডব্লিউবি)