‘হি ইজ ব্যাক’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০০ | প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৯
ছবি: মোস্তাফিজে ভূপাতিত রাসেল।

‘শ্রীলংকা সফরে মোস্তাফিজুর রহমানকে পাচ্ছে বাংলাদেশ দল। পুরো সিরিজেই খেলবেন কাটার মাস্টার।’ বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর এমন ইঙ্গিতে স্বস্তিতে ‘ফিজ’ ভক্তরা।

ব্যতিক্রম নন মোস্তাফিজের আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদও। খবর শুনে নিজেদের ফেইসবুকে সুসংবাদটি শেয়ার করেন। সঙ্গে প্রাপ্তির একটা দীর্ঘশ্বাস দিয়ে লিখেছেন, ‘দেখো কে ফিরে এসেছে।’

গেল আসরে হায়দরাবাদকে শিরোপা এনে দেয়ার পেছনে অনেক অবদান ছিল মোস্তাফিজের। টুর্নামেন্টে ১৬ ম্যাচে ৬১ ওভার বোলিং করে ১৭টি উইকেট শিকার করেছিলেন তিনি।

যৌথভাবে টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি মোস্তাফিজ। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.৯০। ঝুলিতে পুরেন আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড়ের তকমা।

এ বছরও মোস্তাফিজকে রেখে দিয়েছে হায়দরাবাদ। তাইতো মোস্তাফিজের ভালো কোনো খবর শুনলে তাদেরও ‘ভালো’ লাগে। কারণ বিসিবি আগেই বলে দিয়েছে, মোস্তাফিজকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ। মোস্তাফিজ শতভাগ সুস্থ না থাকলে তাকে আইপিএলের ছাড়পত্র দেয়া হবে না।

সবকিছুর মূলে মোস্তাফিজের সুস্থতা। বর্তমানে তাঁর অবস্থা আগের চেয়ে বেশ ভালো। একনাগাড়ে বোলিংও করার সক্ষমতা অর্জন করেছেন তিনি। উইকেটও নিচ্ছেন। এককথায় ‘সম্পূর্ণ ফিট’। তাহলে কি আইপিএলে খেলার ছাড়পত্রও হাতে ওঠছে মোস্তাফিজের।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসর।

(ঢাকাটাইমস/১৭ ফেব্রুয়ারি/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :