সিরাজদিখানে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৪
ফাইল ছবি

মুন্সীগঞ্জ সিরাজদিখানে পাগলা কুকুরের কামড়ে ছয় গ্রামের কমপক্ষে ১৫ ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। জানা যায়, সিরাজদিখানের শেখরনগর ও চিত্রকোট ইউনিয়নের বরাম, আড়াইবাড়িয়া, গোষনগর-কার্তিকপুর, চিত্রকোট, কালিপুর এবং গোপালপুর গ্রামে বৃস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত একটি পাগলা কুকুর গ্রামের এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কমপক্ষে ১৫ ব্যক্তিকে কামড় দেয়। শেখরনগর ইউনিয়ন পরিষদের ৭নং সদস্য আবদুল মালেক খোকন বলেন, পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত শুভ রাজবংশী (৮), সাদিয়া আক্তার (৭), বিথি আক্তার (৮), শচীন্দ্র মন্ডল (৬০), মাহিন (১০), বিকাশ (১১), ইয়ামীনকে (৩৮) ঢাকার মহাখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামবাসীরা পাগলা কুকুরটিকে ধরার চেষ্টা করছে।

শেখরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আহত অনেককে ঢাকার মহাখালী হাসপাতালে পাঠানো হয়েছে। পাগলা কুকুরের কামড়ে গ্রামবাসী এখন খুব আতঙ্কের মধ্যে আছে। এ ব্যাপারে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দুলাল হোসেন ঢাকাটাইমসকে জানান, ঘটনাটি আমি জানি। আহত অনেক রোগীই আমাদের স্বাস্থ্য কেন্দ্রে এসেছিল। কিন্তু প্রয়োজনীয় ভ্যাকসিন না থাকায় আমরা তাদের চিকিৎসা দিতে পারিনি। তবে সবাইকে ঢাকায় মহাখালী হাসপাতালে গিয়ে এ ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :