অসুস্থ তারিক আনাম চিকিৎসার জন্য ভারতে

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২০ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২১

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান অসুস্থ। এখন তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হয়েছে। তবে অবস্থা খুব বেশি গুরুতর নয়।

জানা যায়, ১৪ ফেব্রুয়ারি তিনি পূবাইলে একটি নাটকের শুটিংয়ে অংশ নেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো চিকিৎসকরা পরিক্ষা নিরীক্ষার পর জানান তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এনজিওগ্রাম করে চিকিৎসকগণ তথ্য নিশ্চিত করেন। এরপর চিকিৎসায় তিনি কিছুটা সুস্থ হয়ে উঠেন।

আজ শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য তারিক আনাম খানকে ভারতের দিল্লিতে নিয়ে যাওয়া হয়।

তার যাবতীয় চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

প্রসঙ্গত, এবারের বইমেলায় তার একটি বই বের হয়েছে। ‘নাটক সমগ্র’ নামের বইটিতে ১০টি বিদেশি নাটক এর রূপান্তর ও অনুবাদ রয়েছে। চারুলিপি প্রকাশনী বইটি প্রকাশ করেছে। এছাড়া তার অভিনীত চলচ্চিত্র পেয়ারার সুবাসও মুক্তির কাছাকাছি রয়েছে।

ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এমইউ