পিএসএলে মাহমুদউল্লাহর প্রথম উইকেট

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৬

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

এই প্রথম দেশের বাইরে ঘরোয়া টুর্নামেন্টে জায়গা পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আগের দিন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষ ম্যাচ দিয়ে পিএসএলে অভিষেক হয় রিয়াদের। ওই ম্যাচে ব্যাটিং করলেও বল করার সুযোগ পাননি তিনি।

আজ পেশোয়ার জালমির বিপক্ষে মাহমুদউল্লাহর হাতে বল তুলে দেন কোয়েটা অধিনায়ক শরফরাজ আহমেদ। হতাশ করেননি রিয়াদ। প্রথম ওভারেই তুলে নেন উইকেট। মোহাম্মদ হাফিজকে ব্যক্তিগত ১৬ রানের মাথায় বিদায় করেন তিনি।

এর আগে গতকাল ২০ বলে ২টি চার ও একটি ছক্কায় ২৯ রানে অপরাজিত থাকেন এই টাইগার অল রাউন্ডার। যদিও তাঁর দল কোয়েটা ৫ উইকেটে হেরেছে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে।

পেশোয়ার জালমির একাদশ :

ড্যারেন স্যামি (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ হাফিজ, কামরান আকমল, ইয়ন মরগান, সাকিব আল হাসান, শোয়েব মাকসুদ, শহিদ খান আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, হাসান আলি, ও জুনায়েদ খান।

কোয়েটা গ্লাডিয়েটর্সের একাদশ : 

সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসাদ শফিক, আহমেদ শেহজাদ, কেভিন পিটারসেন, রিলে রুশো, মাহমুদউল্লাহ রিয়াদ, থিসারা পেরেরা, মোহাম্মদ নওয়াজ (৩), আনোয়ার আলি, হাসান খান ও জুলফিকর বাবর।

(ঢাকাটাইমস/১৭ ফেব্রুয়ারি/জেইউএম)