দুই ভাইয়ের তর্ক, বড় ভাইয়ের মৃত্যু

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫৭
ফাইল ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে এক ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার দুপুরে উপজেলার সুখিয়া ইউনিয়নের বাহরামখান পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হাবিবুর রহমান (৭০)। তিনি বাহরামখানপাড়া গ্রামের মত আমির হোসেন এর ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বাহরামখানপাড়া গ্রামের মৃত আমির হোসেনের ছয় ছেলের মধ্যে বাড়ির সামনের একটি পুকুর নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে বিরোধপূর্ণ ওই পুকুরে মাছ ধরতে যান হাবিবুর রহমান।

ওই সময় আবুল হাসিম নামে অপর এক ভাই তাকে মাছ ধরতে নিষেধ করে। এসময় দুই ভাইয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে হাবিবুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। মুমূর্ষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় লোকজন জানান, এর আগেও হাবিবুর রহমান হার্ট অ্যাটাক-এ (হৃদরোগ) আক্রান্ত হয়েছিলেন।

খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিটু ঘটনাস্থলে ছুটে যান।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :