রূপগঞ্জে গৃহবধূর ওপর নির্যাতনের অভিযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে স্বামী ও শ^শুর বাড়ির লোকজন রিমা বেগম নামে এক গৃহবধূর ওপর নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বিকেলে উপজেলার কান্দাপাড়া এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। গৃহবধূর রিমা বেগম সিলেট জেলার ওসমানপুর থানার তাহিরপুর এলাকার লিটনের মেয়ে।

রিমা বেগম অভিযোগ করেন, দুই বছর আগে কান্দাপাড়া এলাকার হাবিুবর রহমান কাজীর ছেলে আলীরাজ কাজীর সঙ্গে রিমা বেগমের বিয়ে হয়। বেশকিছুদিন ধরেই আলীরাজ কাজী ও শাশুড়ি আমেনা তাকে বাবা বাড়ি থেকে তিন লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিলো।

রিমা বেগম তার বাবার বাড়ি থেকে কোনো ধরনের টাকা এনে দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেন।

যৌতুকের টাকা না দেওয়ায় স্বামী আলীরাজ কাজী ও শাশুড়ি আমেনা বেগম গৃহবধূ রিমা বেগমকে পিটিয়ে আহত করে। পরে রিমার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে রিমা বেগমকে উদ্ধার করেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :