‘সুষ্ঠু নির্বাচন না হলে পরিস্থিতি হবে ভয়াবহ’

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৫১

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচন না হলে জাতির জন্য দুর্ভোগ বয়ে আসবে। যা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে কি না সেটি সময়ই বলে দেবে। কমিশন জনগণের আস্থা নিয়ে কাজ করতে পারলে রাজনৈতিক দলগুলোর কোনো প্রশ্ন থাকবে না।

শুক্রবার বিকালে যশোর শহরের জয়তী সোসাইটি মিলনায়তনে সুজনের খুলনা আঞ্চলিক পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজন সম্পাদক বলেন, ‘কারচুপির নির্বাচনের কারণে গণতন্ত্রের মৃত্যু হয়। জোরপূর্বক নির্বাচিত হলে জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কোনো কাজ করতে পারে না। সুষ্ঠু নির্বাচন হলে জনপ্রতিনিধিরা মানুষের কল্যাণে কাজ করে। বাংলাদেশে ব্যক্তি গোষ্ঠীর কল্যাণে রাজনীতি হচ্ছে।’

সুজন যশোর শাখার সভাপতি সালেহা খাতুনের সভাপতিত্বে  সভায় আরও বক্তব্য দেন, সুজন খুলনা শাখার সভাপতি অধ্যক্ষ জাফর ইমাম, সাতক্ষীরা শাখার সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, বাগেরহাট শাখার সম্পাদক শরিফুল ইসলাম ঠান্ডু, মাগুরা শাখার সম্পাদক খান শরাফত হোসেন, কুষ্টিয়া শাখার সহ-সভাপতি ইফতেখার হোসেন মিঠু, চুয়াডাঙ্গা শাখার সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, ঝিনাইদহ শাখার সভাপতি আমিনুর রহমান টুকু প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস/জেবি)