আখেরি মোনাজাতে শেষ হলো ফেনী ইজতেমা

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৩
অ- অ+

মুসলিম উম্মাহর সুখ-শান্তি কল্যাণ কামনা করে লাখো মুসল্লির আখেরি মোনাজাতের মধ্যদিয়ে তিন দিনব্যাপী ফেনী জেলা ইজতেমা শেষ হয়েছে।

শহরতলীর ঢাকা-চট্টগ্রামের পাশে দেবীপুরে শনিবার দুপুর ১১টা ৪৩ মিনিট থেকে আখেরি মোনাজাত শুরু হয়। ১৩ মিনিটের মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের মুরুব্বি মাওলানা মোহাম্মদ যোবায়ের।

মোনাজাত চলাকালে ইজতেমাস্থল ও আশপাশ এলাকা ‘আমিন-আমিন’ ধ্বনিতে মুখরিত হয়।

সকাল ৯টার আগেই ইজতেমা ময়দান, আশপাশের এলাকা, সড়ক-মহাসড়ক পূর্ণ হয়ে যায়। আশপাশের এলাকার দোকান থেকে, অলি-গলি, বাসা-বাড়ির ছাদে থেকে মোনাজাতে শরিক হতে দেখা গেছে।

ইজতেমায় অংশ নেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার মো. রেজাউল হক, সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদীন ভিপি, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম-সহ রাজনীতিবিদ, শিক্ষাবিদ, শিল্পপতি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফেনীতে প্রথমবারের মত এ ইজতেমা ধর্মীয় উৎসবে রূপ নেয়। জেলায় সর্বোচ্চসংখ্যক মুসল্লির উপস্থিতি এই প্রথম। গত বৃহস্পতিবার থেকে ৬ লাখ বর্গফুট প্যান্ডেলজুড়ে ৩ দিনের ফেনী জেলা ইজতেমা শুরু হয়। মোনাজাতের পরই ময়দান ত্যাগ করে মুসল্লিরা নিজ নিজ ঘরে ফিরতে শুরু করেন।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
সুন্দরবনে জেলের জালে বিশাল জাবা ভোলা, ৩ লাখে বিক্রি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা