পদ্মার চরে বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটির সম্ভাব্যতা যাচাই

ইমতিয়াজ আহমেদ, শিবচর প্রতিনিধি
| আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৩৩ | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫৭

পদ্মা সেতুকে ঘিরে ঘুরপাক খাচ্ছে উন্নয়নের হাজারো স্বপ্ন। অবহেলিত চরাঞ্চলের বিস্তীর্ণ ভূমি কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে বিভিন্ন সময়ে উধ্বর্তন মহলের কর্তা ব্যক্তিদের পদচারণা পড়ছে মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা নদী বেষ্টিত অবহেলিত চরাঞ্চলে।

এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে গৃহায়ণ, গণপূর্ত ও নগর উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উধ্বর্তন কর্মকর্তারা পরিদর্শন করেন পদ্মা বেষ্টিত চরজানাজাত ও কাঁঠালবাড়ী ইউনিয়নের বিস্তীর্ণ চর।

উদ্দেশ্য, অত্যাধুনিক বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটি নির্মাণের সম্ভাব্যতা যাচাই। এসময় তারা প্রস্তাবিত বিমানবন্দরের স্থানসহ পুরো চরাঞ্চল ঘুরে দেখেন। এসময় তারা ভূমি কর্মকর্তাদের কাছ থেকে জমির নকশাসহ দাগ খতিয়ান দেখে তথ্য লিপিবদ্ধ করে নেন।

প্রতিনিধি দলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ পরিকল্পনা বিভাগের সদস্য খোরশেদ আলম, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী হারিজুর রহমান, সিনিয়র সহকারী মো. তৌফিকুজ্জামান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের যশোর অঞ্চলের উপ বিভাগীয় প্রকৌশলী দীপক সরকার, গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী প্রধান মৌমিতুর রহমান, নগর উন্নয়ন অধিদপ্তরের জ্যেষ্ঠ পরিকল্পক মো. তারেকুজ্জামান উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলের প্রধান জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের পরিকল্পনা বিভাগের সদস্য খোরশেদ আলম ঢাকাটাইমসকে জানান, পদ্মা সেতুকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী এ সকল এলাকায় নানা ধরনের উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছেন। স্থানীয় সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীও এ ব্যাপারে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। তাই বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটির জায়গা নির্বাচনে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আমরা বিভিন্ন মন্ত্রণালয় থেকে সমন্বিতভাবে চরাচঞ্চলের বাস্তব চিত্র দেখলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ রেজাউল করিম তালুকদার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জাকির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দরা।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :