ভৈরবে ছয় দিনব্যাপী অমর একুশে বই মেলা শুরু

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি
 | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৪৪

কিশোরগঞ্জের ভৈরবে শুরু হয়েছে ছয় দিনব্যাপী অমর একুশে বই মেলা।

শনিবার সন্ধ্যায় শহরের উপজেলা ভূমি অফিস (রাজ কাঁচারি) প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান।

ভৈরব ‘বই মেলা পরিষদ’ এ মেলার আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মির্জা সোলায়মান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগ নেতা এস এম বাক্কী বিল্লাহ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মনসুর প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব বই মেলা পরিষদের সভাপতি আতিক আহমেদ সৌরভ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষিত জাতি গঠনে বই মেলার ভূমিকা গুরুত্বপূর্ণ। সাধারণ পাঠকের পাশাপাশি শিক্ষার্থীরাও মেলায় এসে লেখা-পড়া এবং বই কেনায় উৎসাহ পাবে।

তিনি আরও বলেন, বই মেলা শুধু বই প্রেমীই নয়, লেখক কবি-সাহিত্যিকদের একটি মিলন মেলার আয়োজন। এই আয়োজনের সঙ্গে এলাকার শিল্প সাহিত্য ও সাংস্কৃতি জড়িয়ে আছে।

পরে আমন্ত্রীত অতিথিরা মেলার অর্ধ শতাধিক স্টল পরিদর্শন করেন।

উদ্বোধন শেষে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাধারন জ্ঞান প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, নৃত্য, গান ও অভিনয় পরিবেশিত হয়।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :