রাজশাহীতে কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

রাজশাহী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৫৬ | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৫২

রাজশাহীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি ডাকাত দলের সদস্য বলে দাবি করছে র‌্যাব। তার নাম কাওছার হোসেন।

শনিবার দিবাগত রাত তিনটার দিকে মহানগরের মতিহার থানার বুধপাড়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় তাঁর কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

নিহত কাওছার হোসেনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের তিয়ারাপাড়া এলাকায়।

র‍্যাব ৫ এর (অপারেশন) এএসপি রমজান আলী জানান, রাতে র‌্যাবের একটি টহল দল ওই এলাকায় যাচ্ছিল। র‌্যাবকে দেখামাত্র ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে কাওছার আহত হন। পরে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে কাওছারের কাছ থেকে একটি পিস্তল, চারটি গুলি, ম্যাগাজিনসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে রমজান আলী জানান।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :