নজরুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন দুই ছাত্রীমেস পুড়ে ছাই

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৫৬

ময়মনসিংহের ত্রিশালে একটি ছাত্রীমেস তিন ঘণ্টার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার নজরুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এই ‘শশী ছাত্রীমেস’টিতে ওই বিশ্ববিদ্যালয়েরই ছাত্রীরাই ভাড়া থাকেন।

শনিবার সন্ধ্যা ছয়টার নজরুল বিশ্ববিদ্যালয় দোলনচাপা হল সংলগ্ন এই মেসটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মেসের বাসিন্দাদের।

জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে শশী ছাত্রীমেসে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় মেসটির ১৬টি কক্ষ পুড়ে যায়। মুহূর্তে আগুন পাশের ‘অনুরুদ্ধ মেসে’ও ছড়িয়ে পড়ে। এতে ওই মেসেরও পাঁচটি কক্ষ পুড়ে যায়।

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রওনক জাহান বলেন, যখন আগুন লাগে- তখন আমরা মেসের বাইরে ছিলাম। আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে আধঘণ্টা পর এসে আগুন নেভাতে শুরু করে তারা। এ সময় আমাদের শিক্ষার্থীদের জিনিসপত্র পুড়ে যায়।

অপর এক শিক্ষার্থী নাজমা আক্তার জানান, আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। গুরুত্বপূর্ণ কাগজপত্র, ল্যাপটপে সংরক্ষিত ফাইল সব শেষ। আমাদের শিক্ষাজীবন বিপন্নের পথে।

শশী ছাত্রী মেসের মালিক সিরাজুল ইসলাম কিরণ জানান, খবর পেয়ে ছুটে এসে দেখি আমার ভবনের ১৬টি রুম পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

‘অনুরুদ্ধ ছাত্রীমেসে’র মালিক ডা. গোলাম মোস্তফা বলেন, আমার ভবনের প্রায় ৫টি রুম পুড়ে ছাই হয়ে গেছে। অন্যান্য রুমগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আমার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :