মাদারীপুরে পুড়ে গেছে দুই দোকান

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৪৪
অ- অ+

মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া বন্দরে সেলিম সুপার মার্কেটের অগ্নিকান্ডে দুইটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

রবিবার ভোর সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নিত্য গোপাল সরকার জানান, জিয়াউর রহমান জিয়ার ফুলকুলি কসমেটিক্সের দোকান ও তার বাসা একসাথে হওয়াতে তাদের রান্না ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে এর আগেই আগুনে ১টি কসমেটিক্স দোকানের পেছনের অংশ, ১টি জুতার দোকানের পেছনের অংশ এবং দোকানে থাকা গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

এদিকে, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুড়িগ্রামে ঘন কুয়াশায় দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ
শ্রীলঙ্কাকে ৮ গোলে হারালো বাংলাদেশ
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল ও সম্পাদক রোমান 
সাংবাদিক লাঞ্ছিত করায় সিদ্ধিরগঞ্জ উপজেলা বিএনপির সম্পাদক বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা