অস্ত্রোপচারের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন শহীদ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১০:১৬ | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১০:১২

হাঁটুর অস্ত্রোপচারের জন্য আজ রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন টাইগার পেসার মোহাম্মদ শহীদ। রাত ৯টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা ছাড়ার কথা তাঁর।

দেশ ছাড়ার আগে শহীদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘আগে চিকিৎসক আমাকে বলেছিল অস্ত্রোপচার লাগবে না। এখন যেহেতু ইনজুরির লেভেলটা বেড়ে গেছে। তাই অপারেশন লাগবে। কারণ এটা ছাড়া বল করাটা কঠিন।’

দেশবাসীর কাছে দোয়া চেয়ে শহীদ বলেন, ‘এর আগে কখনও অপারেশন হয়নি। এটাই প্রথম। দেশবাসীর কাছে দোয়া চাইছি। যেন সুস্থভাবে ফিরে আসতে পারি। আবার যেন দেশের জন্য খেলতে পারি।’

এদিকে অস্ত্রোপচারের পর শহীদের মাঠে ফিরতে পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে। কিন্তু তিনি আশা করছেন ৩ থেকে ৪ মাসের মধ্যেই মাঠে ফিরতে পারবেন।

উল্লেখ্য, বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে চোট পান শহীদ। এরপর নিউজিল্যান্ড ও ভারত সফরে খেলতে পারেনি তিনি।

(ঢাকাটাইমস/১৯ ফেব্রুয়ারি/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :