মাংস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা বিকালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৫ | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫৪

বিকালে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেবে ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি।

বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘ইতোমধ্যেই ধর্মঘট স্থগিত করা হয়েছে। বিকালে সংবাদ সম্মেলন করে ধর্মঘট প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।’

রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুন্সী সফিউল হকের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

মাংস ব্যবসায়ীরা হুমকির মধ্যে রয়েছে জানিয়ে রবিউল বলেন, ‘আমরা গাবতলীতে যেতে পারছি না। স্থানীয় সন্ত্রাসী কালা মইজা বাহিনী বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। সে যে কোনো সময় আমাদের ওপর হামলা করতে পারে। এজন্য সরকারের সহযোগিতা চেয়েছি। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।’

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীরা গাবতলীতে নিরাপত্তা ঝুঁকিতে আছে জানিয়ে তিনি বলেন, ‘মাংস ব্যবসায়ীরা যেন গাবতলীতে অবাধ যাতায়াত করতে পারে, কোনো ধরনের সন্ত্রাসী হামলা যেন না হয় সরকারকে তা নিশ্চিত করতে হবে।

এছাড়া দারুস সালাম থানা যেন মাংস ব্যবসায়ীদের যে কোনো অভিযোগ গ্রহণ করে, সে বিষয়েও পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। বলেন, ‘দারুস সালাম থানার ওসি মাংস ব্যবসায়ীদের অভিযোগ নিতে চান না। তিনি যেন অভিযোগ নেন সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে।’

বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সফিউল হক বলেন, ‘আমরা মাংস ব্যবসায়ী সমিতির দাবির সঙ্গে একমত। তারা বলছেন, কম টাকায় মাংস খাওয়াবেন। আমরাও চাই সাধারণ মানুষ কম টাকায় মাংস পাক। ব্যবসায়ীরা যে নিরাপত্তা ঝুঁকির কথা বলেছেন সে বিষয়ে আমরা পদক্ষেপ নেবো।’

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এমএম/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :