‘শহীদ মিনারের প্রতি ইঞ্চি থাকবে ক্যামেরার আওতায়’

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৩ | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪৭

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের এলাকার প্রতি ইঞ্চি সিসি ক্যামেরার আওতায় থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

রবিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, নির্বিঘ্নে ২১ ফেব্রুয়ারি পালনের জন্য মৎস্য ভবন থেকে নিউমার্কেট এবং দোয়েল চত্বর থেকে পলাশী মোড় পর্যন্ত এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। এসব এলাকার প্রতি ইঞ্চির সিসিটিভির ফুটেজ কন্ট্রোলরুম থেকে মনিটর করা হবে।

আছাদুজ্জামান মিয়া বলেন, মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ অন্যান্য ভিভিআইপি ও ভিআইপিরা আসার আগে থেকে শহীদ মিনার ও এর আশপাশের পুরো এলাকা ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। সোমবার রাত আটটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভেতরে বিশ্ববিদ্যালয়ের স্টিকার ছাড়া কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না।

তিনি বলেন, শহীদ মিনারকেন্দ্রীক দোয়েল চত্বর, শাহবাগ মোড়, পলাশী এবং নীলক্ষেত মোড়কেন্দ্রীক চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। থাকবে চারটি ওয়াচ টাওয়ার। শহীদ মিনার যারা শ্রদ্ধা জানাতে আসবেন তাদের সবাইকে আর্চওয়ে গেটের মাধ্যমে শহীদ মিনারের ভেতরে প্রবেশ করতে হবে। আশপাশের এলাকাগুলোতে মোট আট হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে। সার্বক্ষণিক দায়িত্বে থাকবে সোয়াট, বোমা ডিস্পোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড।

এক প্রশ্নের জবাবে আছাদ্জ্জুামান মিয়া বলেন, ২১ ফেব্রুয়ারি উদযাপনে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই।’ অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িত অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযানে এদের মধ্যে দুয়েকজন মারাও গেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলবে। আশা করছি খুব শিগগির তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনের আগে ডিএমপি কমিশনার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ মিনার ও এর আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এএ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :