সরেজমিনে এসে কথা বলুন, বিদেশিদের বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৫ | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৮

বাংলাদেশের পোশাকশিল্প সরেজমিনে পরিদর্শন করে এরপর বিদেশিদের এ ব্যাপারে মতামত দেয়ার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান। দূরে বসে বাংলাদেশের পোশাকশিল্প সম্পর্কে কোনো মূল্যায়ন না করতে অনুরোধ জানিয়েছেন তিনি।

রবিবার বিজিএমইএ ভবনে ঢাকা অ্যাপারেল সামিট-২০১৭ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

‘সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ নিয়ে বিদেশিরা নানা প্রশ্ন তুলছেন ’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিদ্দিকুর রহমান বলেন, ‘আমি বিদেশিদের বলবো- আপনারা সরাসরি আসুন। যাচাই-বাছাই করুন। তারপরে যদি মনে হয়, শ্রমিকদের বিরুদ্ধে অন্যায় কিছু হচ্ছে তাহলে আমাদেরকে বলুন। নিরীহ শ্রমিক ভাই-বোনদের কোনো রকম ক্ষতি হোক, এটা আমরা চাই না।’

সিদ্দিকুর রহমান বলেন, ‘শ্রমিকদের স্বার্থহানি হয় এমন কোনো কাজ কাউকে করতে দেব না। শ্রমিক ভাই-বোনেরা আমরাদের অংশীদার। তাদের নিরাপত্তার দায়-দায়িত্ব আমাদের এবং সরকারের।’

সংবাদ সম্মেলনে সরকারের প্রতি আবেদন জানিয়ে সিদ্দিকুর রহমান বলেন, ‘সরকার পোশাক শিল্পের জন্য অনেক কিছু করেছে। ১০০টি অর্থনৈতিক অঞ্চল করতে যাচ্ছে। তবে পোশাক শিল্পের জন্য ঢাকা এবং চট্টগ্রামে অগ্রাধিকার ভিত্তিতে অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ দেয়া হোক।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি এস.এম. মান্নান কচি, মাহমুদ হাসান খান, মোহাম্মাদ নাসিরসহ সংগঠনটির অন্যান্য কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :