চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা ওয়ারেন ফ্রস্ট

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৭

চলে গেলেন ‘টুইন পিকস’ খ্যাত বর্ষীয়ান অভিনেতা ওয়ারেন ফ্রস্ট। মৃত্যুকালে

ওয়ারেনের বয়স হয়েছিল ৯১। গত শুক্রবার ভার্জিনিয়ার মিডলবারি-তে মারা যান তিনি। বহুদিন ধরেই অসুস্থ ছিলেন এই অভিনেতা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নৌবাহিনীতে বহুদিন কাজ করেছিলেন এই অভিনেতা। ১৯৯০ এর বিখ্যাত নাটক ‘টুইন পিক’ এ ডাক্তার উইল হেওয়ার্ডের চরিত্রটি তাঁর হাতেই তৈরি হয়েছিল।

এই নাটকেরই নতুন সংস্করণ শুরু করেছেন তাঁর ছেলে মার্ক। এই বছরই মে মাস থেকে শুরু হবে নাটকটি। মার্ক শুক্রবার ওয়ারেনের মৃত্যুর খবর দেন। তিনি বলেন, ‘আজ আমার বৃদ্ধ বাবা ওয়ারেন ফ্রস্টের মৃত্যুর খবর দিতে আমরা খুবই দুঃখিত’।

মার্ক আরও বলেন, ‘মঞ্চে ও পর্দায় ৫০ বছরের ক্যারিয়ারে, উনি সেই ভারমোন্টের বিনয়ী মানুষটাই রয়ে গিয়েছিলেন। যিনি আমাদের শিখিয়েছিলেন, যে মানুষ জীবনকে সঠিক সত্য তুলে ধরার কাজে উৎসর্গ করতে পারে সে অন্যদের জীবনেও বদল আনতে পারে।’

ওয়ারেনের তিন সন্তান। মার্ক একজন লেখক ও প্রযোজক, স্কট ফ্রস্ট ঔপন্যাসিক ও চিত্রগ্রাহক এবং লিন্ডসে ফ্রস্ট একজন অভিনেত্রী।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এসজেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :