আর্জেন্টিনায় বাস উল্টে ১৯ পর্যটক নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৩ | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৯

আর্জেন্টিনার দুর্গম আন্দিজ পর্বত এলাকায় বাস উল্টে ১৯ পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। বাসটি আর্জেন্টিনার মেন্দোজা শহর থেকে চিলি যাচ্ছিল। খবর ডেইলি মেইলের।

শনিবার স্থানীয় সময় মধ্যরাতে আর্জেন্টিনার আকনকাগুয়া প্রাদেশিক পার্কের কাছে রুট সেভেনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ১৬ জন নিহত হন। বাকি তিনজন হাসপাতালে নেয়ার পর মারা যায়।

স্থানীয় গণমাধ্যম জানায়, যাত্রীদের নিষেধ সত্ত্বেও বাসটি খুব দ্রুতগতিতে চালাচ্ছিল চালক। বৃষ্টির কারণে রাস্তা ভেজা থাকায় বাসটি উল্টে যায়। বাসের দুই চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বাসটি চিলির একটি কোম্পানির। তারা জানায়, মৃতদের শনাক্তকরণে চেষ্টা করা হচ্ছে।

মেন্দোজা প্রাদেশিক গভর্নর আলেজান্দ্রো গুলে জানান, দুর্ঘটনায় বাসের দুই চালকই বেঁচে যান। তাদের উসপালাট্টা শহরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পর্যটন কেন্দ্র আকনকাগুয়া পাহাড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। মৃতদের অধিকাংশই আর্জেন্টিনার নাগরিক। তাছাড়া চিলি, কলম্বিয়া এবং হাইতির নাগরিকও রয়েছেন।

বাসের যাত্রী ইদোয়ার্দো লোপেজ জানান, বাসটি খুবই দ্রুতগতিতে চলছিল। উল্টে যাওয়ার আগে দুইবার পিছলে যায় বাসটি।

২০১৫ সালের ডিসেম্বরে আর্জেন্টিনার উত্তর-পশ্চিমাঞ্চলের ব্রিজ থেকে একটি বাস পড়ে ৪১ জন মারা গিয়েছিল। নিহতদের অধিকাংশ ছিল পুলিশ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :