শ্রীলঙ্কার কাছে হেরে বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ রুমাদের

ক্রীড়া ডেস্ক ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৪

মরা-বাঁচার লড়াইয়ে হেরে গেল বাংলাদেশের মেয়েরা। কলম্বোতে বিশ্বকাপ বাছাই পর্বের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪২ রানের বিরাট ব্যবধানে হেরেছে রুমানারা। ফলে ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল বাংলাদেশের মেয়েদের।চার ম্যাচে টাইগ্রেসদের সংগ্রহ মাত্র দুই পয়েন্ট। শ্রীলঙ্কার পয়েন্ট ছয়।

সকালে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৯৭ রান তুলে স্বাগতিক শ্রীলঙ্কা। ১১৪ বলে ৮৪ রান করেন জয়য়ানগনি। বাংলাদেশের পক্ষে সালমা খাতুন মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন।

শ্রীলঙ্কার ইনিংসের পর বৃষ্টি হলে ম্যাচ গড়ায় ডার্ক লুইস মেথডে।সেখানে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ২১ ওভারে ১১১ রান। তবে এই সহজ টার্গেটও অতিক্রম করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ২১ ওভার ব্যাট করলেও ৫ উইকেট হারিয়ে মাত্র ৬৮ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। নিগার সুলতানা ২৪ ও শায়লা শারমিন ২১ রান করেন।

(ঢাকাটাটাইমস/১৯ফেব্রুয়ারি/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :